বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৮, ২০২৪ by

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দিনের মতো ভারী তুষারপাত, নিহত ৪

দক্ষিণ কোরিয়া দ্বিতীয় দিনের মতো ভারী তুষারপাত হয়েছে। এতে বৃহস্পতিবার দেশটিতে ৪ জনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। ফেরি কার্যক্রমও স্থগিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৯০৭ সাল থেকে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর থেকে রাজধানী সিউলে এটি তৃতীয় ভারী তুষারপাতের ঘটনা। শেহরটিতে তুষারপাত শত বছরের রেকর্ড ভেঙেছে। বৃহস্পতিবার সকাল টায় সিউলের কিছু অংশে ৪০ সেন্টিমিটারেরও (১৬ ইঞ্চি) বেশি তুষার পড়েছে। ফলে ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া কর্মকর্তারা, বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে রাজধানীর মেট্রোপলিটন এলাকায় ভারী তুষারপারে সতর্কতা তুলে নিয়েছে। গত বুধবার সন্ধ্যায় তুষারপাতজনিত দুর্ঘটনায় গল্ফ রেঞ্জে একজনের মৃত্যু ও দুজন আহত হয়েছে। এদিন গাড়ি পার্কিংয়ের সময় তুষার ধসে আরও একজনের মৃত্যু হয়। রাজধানীর পূর্বদিকের মহাসড়কে ট্রাফিক দুর্ঘটনায় অন্তত আরও দুজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। ভারী তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সিউলের প্রধান বিমানবন্দর ইনচিওন। যাত্রীদের ফ্লাইট গড়ে দুই ঘণ্টা বিলম্ব করে। প্লেন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্যানুসারে, এ সময় বিমানবন্দরটির ১৪ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছিল। আরও ১৫ শতাংশ ফ্লাইট বৃহস্পতিবার বাতিল হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে ৭৬টি রুটে ৯৯টি ফেরির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

About The Author

শেয়ার করুন