দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা, নেই রাসেল-হোল্ডার

আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আলজারি জোসেফের মতো তারকা ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আন্দ্রে রাসেল নিজেই বিশ্রামের জন্য বলেছেন। রোস্টন চেজকে সিরিজের জন্য রোভম্যান পাওয়েলের ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছে। রাসেলের পাশাপাশি সাবেক অধিনায়ক জেসন হোল্ডারকেও ওয়ার্ক-লোড ম্যানেজমেন্টের কারণে ১৫ সদস্যের দলে না রেখে বিশ্রাম দেওয়া হয়েছে। হোল্ডার দেশের হয়ে পাঁচটি ব্যাক-টু-ব্যাক টেস্ট খেলেছেন, ইংল্যান্ডে এবং সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারার পর, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন টি-টোয়েন্টিতে খেলবে বেশ কয়েকটি বড় নামের অনুপস্থিতিতে। গত রোববার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড ঘোষণা করেছে। এছাড়াও দলে নেই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-অধিনায়ক আলজারি জোসেফ, যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিলেন না। জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটের ম্যাচের সময় সাইড স্ট্রেনের শিকার হওয়া ব্র্যান্ডন কিং এখনও সাইডলাইনে রয়েছেন। শিমরন হেটমায়ার অবশ্য জায়গা পেয়েছেন প্রোটিয়া সিরিজের ঘোষিত দলে। স্পিন বোলিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার হতাশা কাটিয়ে দলে ফিরেছেন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

About The Author