দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকার গ্রামীণ এলাকায় রাতের বেলায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। রোববার দেশটির একজন পরিবহন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস ‘নিউজরুম আফ্রিকা’কে বলেন, রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ টাউন মাকোমার কাছে গত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আরও পাঁচ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বিনকোস বলেন, নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী এবং উভয় গাড়ির চালক রয়েছেন। কী ঘটেছে, তা নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হবে। দক্ষিণ আফ্রিকার অত্যাধুনিক ব্যস্ত সড়ক নেটওয়ার্ক থাকলেও সড়ক দুর্ঘটনার হার বেশি। দুর্ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং অনুপযুক্ত যানবাহন। রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ পথচারী।