দক্ষতা নিরূপণ ও আচরণবিধি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

16

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মানবপাচার প্রতিরোধ (এফএসটিআইপি) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দক্ষতা নিরূপণ ও আচরণবিধি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- উইনরক ইন্টারন্যাশনালের ম্যানেজার (ফাইন্যান্স) ইরসাদ মাহমুদ, গ্রান্ট ম্যানেজার মাসুদ রানা ও ম্যানেজার (প্রটেক্টশন) নজরুল ইসলাম দীপ্ত।
কর্মশালায় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আব্দুস সালাম, তানভির আহম্মেদ রিয়াদ, ফারুক আহমেদ, ফিরোজ আলম, এফএসটিআইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুল, এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জহরুল ইসলাম, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা।
এফএসটিআইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এফএসটিআইপি প্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় এই প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, কমিউনিটিতে উঠান বৈঠক, স্থানীয় কমিউনিটি রেডিওর মাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম ও পিয়ার লিডারদের সহায়তায় মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কাজ করছে।