তোমাদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি হতে হবে : নিয়ামতপুরে শিক্ষার্থীদের খাদ্যমন্ত্রী

10

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ইশেতেহার ঘোষণা করবেন। তার আগে আমাদের স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আমাদের সন্তানদের স্মার্ট করে গড়ে তুলতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে আমাদের এই ছাত্র-ছাত্রীদের ট্যাব বিতরণ করা হলো।
সোমবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর জেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন- এই ট্যাবের মাধ্যমে লেখাপড়া করে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট শিক্ষা ব্যবস্থা, স্মার্ট ইকনোমি, স্মার্ট সমাজ ব্যবস্থা, স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন হলে এই স্মার্ট শিক্ষা ব্যবস্থায়, নিজকে সেইভাবে তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এমন কোনো সেক্টর নেই বা এমন কোনো মানুষ নেই যার উপকার করেননি মাননীয় প্রধানমন্ত্রী। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি, কৃষকদের প্রণোদনা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তিসহ দেশের মানুষের বিভিন্নভাবে উপকার করে যাচ্ছেন। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।