তেলকুপি সীমান্তে ফেনসিডিল উদ্ধার, আটক ১

22

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ফেনিসডিলসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি তেলকুপি গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, গত ৩০ মে দিবাগত রাত পৌনে ৩টার দিকে আজমতপুর বিওপির নায়েব সুবেদার শ্রী ধীরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে টহল দল তেলকুপি মাঠ নামক স্থানে অভিযান চালায়। নিজস্ব তথ্যের ভিত্তিতে চলা অভিযানে ভারতীয় ৯২ বোতল ফেনসিডিলসহ মো. তরিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি সীম কার্ড ও ১টি মেমোরী কার্ড জব্দ করা হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যায় বলে লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান।