চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর পৌনে ৫টায় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার ভোর পৌনে ৫টায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি ব্যাগ হতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।