সাহিত্য তেজী নবীন 2016-01-15 92 বাজে ডঙ্কা, কিসের শঙ্কা ? উড়ে নিশান, মাঠে কিষাণ নব সৃষ্টি, রাখ দৃষ্টি, হসনে রে পাষাণ! তোর হাতে, স্বপ্ন যাতে মুগ্ধ করে, জীবন ভরে সোনার বাংলাদেশ, তুই নবীন, তেজী রবিন ন্যায়ের শ্বাস, তোর আশপাশ সবুজ পরিবেশ ।