ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। পিংকি খাতুন বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান। তিনিসহ আরো দুজন নারী এ পদের জন্য লড়েছেন। বিজয়ী পিংকি ভোট পেয়েছেন ১২ হাজার ৮৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট।
কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান পিংকি খাতুন। তিনি জানান, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। সমাজে যেসব ক্ষেত্রে বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, তৃতীয় লিঙ্গের মানুষ পিংকি খাতুন দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।