দৈনিক গৌড় বাংলা

তৃতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন আমির

বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে দর্শক-অনুরাগীদের উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। তবে গেল কয়েক বছর থেকেই সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে এই বলিউড অভিনেতা। ব্যক্তি জীবনে দু’বার বিয়ে করেছেন তিনি। যার একটি ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে এবং অপরটি কিরণ রাওয়ের সঙ্গে। তবে দুই সম্পর্কই এখন অতীত। তবে কি তৃতীয় বিয়ে নিয়ে ভাবছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা? ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, সম্প্রতি সে প্রসঙ্গেই রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো চ্যাপ্টার ২-এ মুখ খুলেছেন আমির। আমির খানের মতে, বিয়ে একটি ক্যানভাস এবং এটা নির্ভর করে দু’জন মানুষের উপর তারা কী ভাবে আঁকবেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ‘তিনি কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান?’ জবাবে আমির বলেন, ‘আমার বয়স এখন ৫৯ বছর। আমার মনে হয় না আমি আর বিয়ে করতে পারব। আমি আমার পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমার সন্তান রয়েছে এবং আমার ভাই-বোনও রয়েছে। তাদেরকে সময় দিতে চাই।’ সাক্ষাৎকারে রিয়া আমিরকে বিয়ে সম্পর্কে তার মতামত এবং বিয়ে করা উচিত কিনা জানতে চেয়ে প্রশ্ন করলে অভিনেতা রসিকতা করে বলেন, ‘আমার দুটি অসফল বিয়ে হয়েছে। তাই আমার কাছে বিয়ের পরামর্শ চাইবেন না।’ তিনি আরো যোগ করেন, ‘আমি একা থাকতে পছন্দ করি না, আমার একজন সঙ্গী দরকার। আমি একা নই, আমি সাহচর্য পছন্দ করি। আমি আমার প্রাক্তন স্ত্রী রীনা এবং কিরণ উভয়ের খুব কাছাকাছি, আমরা একটি পরিবারের মতো। জীবন অনির্দেশ্য। তাহলে আমরা কীভাবে এটিকে বিশ্বাস করতে পারি? তাই বিবাহ ব্যক্তি থেকে ব্যক্তিতে নির্ভর করে।’ কাজের ক্ষেত্রে, আমির শিগগির ‘সিতারে জামিন পার’-এ কাজ করবেন। ২০০৭ সালে মুক্তি পাওয়া তার বিখ্যাত সিনেমা ‘তারে জামিন পার’-এর মতো। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটি ডাউন সিনড্রোমের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো খুব কাছ থেকে সনাক্ত করা।

About The Author