রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৭, ২০২৪ by

তুর্কিদের স্বপ্নভঙ্গ, সেমিতে ডাচরা

তুরস্ককে হারিয়ে সেমি ফাইনালে উঠে গেল নেদারল্যান্ড। প্রথমে পিছিয়ে পড়েও ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে তুর্কিদের সেমির স্বপ্ন ভেঙে দেয় ডাচরা। ২-১ গোলে জিতে দুই দশক পর সেমিতে পা রাখে রোনাল্ড কোমানের শিষ্যরা। শনিবার রাতে বার্লিনের অলিম্পিয়াস্তাদিওনে প্রথমার্ধে সামিত আকায়দিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। ৩৫ তম মিনিটে আর্দা গোলেরের নিখুঁত ক্রস থেকে জোরালো হেডে গোল করেন আকায়দিন। এরপর গোলের আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে কোম্যান শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বার্জউইনকে তুলে নিয়ে ওয়েঘোর্স্টকে মাঠে নামান কোম্যান। মাঠে নামার ৮ মিনিটের মধ্যে দুটি সুযোগ নষ্ট করেন ওয়েঘোর্স্ট। ৬৫তম মিনিটে আবারও ডাচ রক্ষণে আবারও ভয় ধরায় তুরস্ক। কিন্তু তুর্কি উইঙ্গার ইলদিজের শটটা দারুণভাবে রুখে দেন ভারব্রুগান। ৭০ তম মিনিটে একটি কর্নার থেকে আসা বল ডি ভারিয়ের বুলেট গতির হেডে গোল করলে সমতায় ফেরে ডাচরা। পাঁচ মিনিট পর কিছুটা নিজেদের ভুলেই গোল হজম করে তুরস্ক। ৭৫তম মিনিটে ডেনজেল ডামফ্রিজের ডান প্রান্ত থেকে করা একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদের জালে। ২-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে প্রবল চাপ সৃষ্টি করে তুর্কিরা। কিন্তু লক্ষ্যভেদ করতে না পারলে বিদায় নিতে হয় তাদের।

About The Author

শেয়ার করুন