বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১৮, ২০২৫ by

তীব্র গরমের ক্রিকেটারের মৃত্যু

অ্যাডিলেডে তীব্র গরমের মধ্যে একটি ম্যাচ চলাকালে পাকিস্তান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার জুনাইদ জাফর খান দুঃখজনকভাবে মারা গেছেন। ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলা খান হঠাৎ করেই কনকর্ডিয়া কলেজ ওভালে মাঠে পড়ে যান এবং আর জ্ঞান ফেরেনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন মাঠের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। জুনাইদ ওই দিন মাঠে ৪০ ওভার ফিল্ডিং করার পর ব্যাটিং করতে নেমে সাত ওভার ব্যাট করেন। ব্যাটিং করতে নামার কিছুক্ষণ পরই তিনি মাঠে পড়ে যান। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মেডিকেল স্টাফরা তাকে সিপিআর দেন ও তার চেতনা ফেরানোর চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টা সফল হয়নি। তার আকস্মিক মৃত্যুতে সতীর্থ ও ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাব তাদের গভীর শোক প্রকাশ করেছে এবং জীবন রক্ষার প্রচেষ্টায় জরুরি সেবা প্রদানকারীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ম্যাচ বাতিল করা হয়। তবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খেলা চালানোর অনুমতি দেওয়া হয়। জুনাইদের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনও নির্ধারিত হয়নি। ইসলামিক সোসাইটির সভাপতি আহমেদ জ্রেইকা জানান, খান রোজা রাখার কারণে তার মৃত্যুর সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক রয়েছেÑএমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। জুনাইদ ২০১৩ সালে পাকিস্তান থেকে অ্যাডিলেডে যান প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে। তারপর ক্রিকেটে থিতু হয়ে যান। ক্রিকেট সম্প্রদায় ও ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাব তাদের প্রিয় এই খেলোয়াড়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

About The Author

শেয়ার করুন