তিন শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

29

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসাপড়ুয়া ৩ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে সুয়াইবুর রহমান (৫২) নামের এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেল ৪টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চাঁপাইনবাবগঞ্জের বিচারক জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার দণ্ডিতের উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত শিক্ষক জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত শমসের আলীর ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষক সুয়াইবুর মারধরের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই মাদ্রাসার ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে। পরদিন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ওই শিশুর মামা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারে সুনির্দিষ্ট আরো ২ জন শিশু শিক্ষার্থীকে ওই শিক্ষক ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল বাসির সুইায়বুরকে অভিযুক্ত করে ২০২২ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জনের সাক্ষগ্রহণ ও শুনানি শেষে ট্রাইব্যুনাল সুয়াইবুর রহমানকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফজাল হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পি.পি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।