সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৩, ২০২৪ by

তিন ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল্লাহ


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচের তিন ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। ৩ ইনিংসে দু’বার অপরাজিত থেকে ১৯৬ গড়ে ১৯৬ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ৫০, দ্বিতীয়টিতে ৬২ এবং শেষ ম্যাচে অনবদ্য ৮৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। সিরিজে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড ও কেসি কার্টি। সিরিজ সেরা খেলোয়াড় রাদারফোর্ড ১টি সেঞ্চুরিতে ১৬৭ রান করেন। প্রথম ম্যাচে ১১৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন রাদারফোর্ড। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬১ রান করেন কার্টি। চতুর্থ সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ২টি অর্ধশতকে ১৫২ রান করেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১১৩ রান করেছেন জাকের আলি।

 

About The Author

শেয়ার করুন