চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুরু হয়েছে তিনদিনের কৃষিপ্রযুক্তি মেলা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাইয়্যেদা দিল ছালিন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্মার্ট বাংলাদেশের কৃষিকে স্মার্ট করতে উত্তম কৃষিচর্চা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় সরকারি বেসরকারি ১৬টি স্টলে প্রযুক্তিনির্ভর চাষাবাদের চিত্র তুলে ধরা হচ্ছে।