বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৬, ২০২৫ by

তারুণ্যের উৎসব-২০২৫ : উদ্ভাবনী ধারণা উপস্থাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদের হলরুমে এ উদ্ভাবনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়। শিক্ষা বহুমুখী জ্ঞান অর্জন করার জন্য। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি কারিগরি ও এরকম নতুন কিছু উদ্ভাবনী আবিষ্কার করতে হবে।

About The Author

শেয়ার করুন