চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র এ আর এম আজরী মোহা. কারিবুল হক রাজিন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার বাজেটে বরাদ্দকৃত অর্থ থেকে ১১টি পাবলিক প্লেসে প্রদর্শনের জন্য ইনফোগ্রাফি সম্বলিত সাইনেজ প্রস্তুত করে বিতরণ করেছেন। সোমবার সকালে মেয়রের কক্ষে কাউন্সিলর ও অফিস সহকারীদের উপস্থিতিতে এই ইনফোগ্রাফ উম্মোচন করা হয়। এ সময় আরও উপন্থিত ছিলেন এসিডির প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম শামীম, এসিডির শিবগঞ্জ শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম, বিসিডিপির প্রোগ্রাম অফিসার মনোয়ার হোসেন।
শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন বলেন-ধূমপান ও তামাকের ক্ষতিকারক প্রভাবে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ মুত্যর দিকে এগিয়ে যাচ্ছে। সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাস করলেও তা মানা হচ্ছেনা। আইন অনুসারে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের ধূমপান নিষিদ্ধ হলেও সাধারণ মানুষ পাবলিক প্লেসের অর্থ বুঝে না। নিরক্ষর সাধারন মানুষের বোঝার সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইইসি কমিটির (টেকনিক্যাল) অনুমোদনক্রমে ১১টি পাবলিক প্লেসে ছবিযুক্ত সতর্কতা নোটিশ প্রদর্শনের সিদ্ধান্ত হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে বাংলাদেশে প্রথম ইনফোগ্রাফি প্রকাশ করল শিবগঞ্জ পৌরসভার মেয়র