Last Updated on জুন ২৪, ২০২৪ by
তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। তিনি ধূমপান ত্যাগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ওসি মেহেদি হাসান বলেনÑ আমি এই থানায় যোগদান করেই ধূমপানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছি।