মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২, ২০২৪ by

তমাকে পেয়ে ভাগ্যবান রাফী

চলচচ্চিত্র তারকা তমা মির্জার জন্মদিন ছিলো গত শনিবার। সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। মাঝে অবশ্য বেশ কয়েকটি ওয়েব কনটেন্টও অভিনয় করেছেন। এরইমধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় পরিচালক রায়হান রাফির সঙ্গে। যদিও প্রকাশ্যে কেউ স্বীকার করেননি এই সম্পর্কের কথা। তবে তাদের যৌথভাবে স্যোশাল মিডিয়ায় উপস্থিতি, সাক্ষাৎকার আর পাল্টাপাল্টি এক অপরের মূল্যয়ের সুত্রেই অনেকের ধারণা দুজন প্রেমেই ডুবে আছেন। অবশ্য প্রেম নেই এটাও বলেন নি কেউই। যেমন সেদিন জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে নির্মাতা রায়হান রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। প্রতি উত্তরে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। রাফি তার ফেসবুকে লিখেছেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম। উদযাপন করো। শুভ জন্মদিন তমা।’ মন্তব্যের ঘরে এই কথার উত্তর দিয়েছেন তমা। তিনি লিখেছেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।’ এসব কথার সুত্র ধরেই সবাই মনে করেন প্রেমেই বুদ হয়ে আছেন এই নির্মাতা অভিনেত্রী জুটি। তবে শেষ পর্যন্ত কী হয়, তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তার জন্য করতে হবে শুধুই অপেক্ষা।

About The Author

শেয়ার করুন