চাঁপাইনবাবগঞ্জের এক দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ওয়েল ফেয়ার ক্লাব। দরিদ্র শিক্ষার্থী হলেন পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়ার আমেনা খাতুন। তিনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে ওয়েল ফেয়ার ক্লাবের অস্থায়ী ভবনে ওই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন- ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা রোজিনা বেগম, জান্নাতুল ফেরদৌসি, সহসভাপতি নাদিরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া খাতুন, সাবিনা ইয়াসমিন ও উম্মে রাওমান সীমা, সাংগঠনিক সম্পাদক ফারুকা আকতার শিউলি ও শিল্পী চৌধুরী, অর্থবিষয়ক সম্পাদক শামীমা রহমান, সদস্য শাহিনুর আখতার লাকি ও সাইরিন পারভিন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠান পাড়ার জুয়েল ইসলাম ও জলি বেগমের মেয়ে মোসা. আমেনা খাতুন ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু সুযোগ পেলেও লেখাপড়ার খরচ চালানোর জন্য আমেনাসহ তার পিতা-মাতা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গের কাছে আর্থিক সহায়তার আবেদন জানালে ওয়েল ফেয়ার ক্লাব তাকে ১০ হাজার টাকা সহায়তা করে।