ঢাবিতে নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা : চাঁপাইনবাবগঞ্জজুড়ে ছাত্রলীগের প্রতিবাদী মানববন্ধন

22

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : রবিবার বেলা ১১টায় জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন।
মু. জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের সাধারণ ছাত্র ও ছাত্রলীগ নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলেছে, বিশ্ব নেতৃত্ব বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে দেখছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে সন্ত্রাসী তালেবান রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে। তিনি বলেন, গৌরবের ঐতিহ্যবাহী মুজিব আদর্শের প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে এসব অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐকবদ্ধ থাকতে হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দের সঞ্চালনায় মানববন্ধনে জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌরসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ পৌর ও উপজেলা ছাত্রলীগের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবুর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলারের সঞ্চালনায় বক্তব্য দেনÑ সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহা, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের আবদুল্লা-হিল বাকী ও পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজসহ অন্যরা।
বক্তারা ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদলদের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ। রবিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি ছাত্রদল ও সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বড়বাজার নিমতলা থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলোনি মোড়স্থ আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, সহসভাপতি দুরুল হুদা স্বপন ও জহুরুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক মোহবুল ইসলাম মাহাবুব, খাদিমুল সরদার ও আসাদুল ইসলাম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুরশালিন আলী, সহসভাপতি ইমন ইমু, আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাঈদ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক জামিদুল হকসহ অন্য নেতাকর্মীরা।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা।