আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-এর ২০২২-২৩ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সিহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাস্টার্স (২০১৭-১৮) বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হিসেবে অনার্স (২০১৮-১৯) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহা. পলাশ আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অনার্স (২০১৯-২০) ৩য় বর্ষের শিক্ষার্থী মো. লেমন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-এর তিনটি সংসদীয় আসন থেকে তাদের নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে গত শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর মো. বায়জিদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এন এম হামিদুল কবির, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক হাসান রশিদুজ্জামান বিপ্লব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্টান্ট ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক এবং ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগ ও হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, পাবনার সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম জীবনসহ আরো অনেকে।
২০১৯ সালে গঠিত এই সংগঠনটি প্রতিবছর ঢাবিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ইফতার মাহফিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন উৎসবসহ নানান সাংস্কৃতিক উৎসব পালন করে থাকে। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা এবং ভর্তি নির্দেশনা দিয়েও থাকে। এছাড়াও এই সংগঠনটি শিক্ষার্থীদের মাসিক ও বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করে থাকে। মাসিক বৃত্তি হিসেবে ‘বরেন্দ্র বৃত্তি’ নামে এই বছর যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় আরো কিছু বৃত্তির ব্যবস্থা করা হবে। এতে দেশের যে কোনো ব্যক্তি নিজ নামে বৃত্তি চালু করতে চাইলে সেই সুযোগ প্রদান করা হবে।
নতুন নেতৃত্বে সংগঠনের গতিবেগ ত্বরান্বিত হবে এবং ঢাকার বুকে অখণ্ড চাঁপাইনবাবগঞ্জ চির অম্লান থাকবে বলে উপস্থিত অতিথিবর্গ তাদের আশাবাদ ব্যক্ত করেন।