শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৮, ২০২৪ by

ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর

শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
তবে আগামী অ্যাকাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্র জানিয়েছে।
মিটিংয়ে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, সভায় আলোচনার মাধ্যমে ২০-২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে নেয়া হতে পারে বলেও সূত্র জানায়।
এই সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন