সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১, ২০২৫ by

ঢাকা প্রিমিয়ার লিগে দলহীন লিটন দাস, আইপিএলে যোগাযোগে মোস্তাফিজ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হতে মাত্র কয়েট ঘন্টা বাকি থাকলেও এখনও দল পায়নি জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাস। অন্যদিকে, ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানও এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। তবে মোস্তাফিজের ক্ষেত্রে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি চলছে জোরেশোরে। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ক্লাবের অনুশীলন চলছে। তবে লিটন দাস এখনও কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না হওয়ায় অনুশীলনে অংশ নিতে পারছেন না।
গত মৌসুমে আবাহনী ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন লিটন দাস। তবে এবার আবাহনী দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। দলের ৮ থেকে ১০ জন নির্ভরযোগ্য খেলোয়াড় দল ছেড়েছেন। এমনকি আফিফ হোসেন ধ্রুবও দলবদলের শেষ দিন আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন।
লিটন দাসের সঙ্গে মূলত লিজেন্ডস অব রূপগঞ্জের আলোচনা চলছিল। তবে পারিশ্রমিক নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। লিটন দাস ৬০ লাখ টাকা দাবি করলেও রূপগঞ্জ প্রাথমিকভাবে ৪০ লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু লিটন দাস ৪০ লাখ টাকার নিচে নামতে রাজি হননি। এদিকে, রূপগঞ্জ দলে ইতিমধ্যে মাহমুদুল হাসান জয়কে নেওয়ায় লিটনের জন্য জায়গা সংকুলান কঠিন হয়ে পড়েছে।
লিটন দাসের সাম্প্রতিক ফর্মও তার দলবদলে প্রভাব ফেলেছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে তার পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য না হওয়ায় ক্লাবগুলো তার প্রতি আগ্রহ কম দেখাচ্ছে। ফলে, লিটন দাস এখনও দলহীন অবস্থায় রয়েছেন।
অন্যদিকে, জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানও এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মোস্তাফিজ দুবাই ও পাকিস্তানে থাকায় দলবদলের সময় টোকেন তুলতে পারেননি। নিয়ম অনুযায়ী, মোস্তাফিজকে হয় তার গতবারের দল প্রাইম ব্যাংকে খেলতে হবে, না হলে প্রাইম ব্যাংকের কাছ থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্স নিয়ে অন্য দলে যোগ দিতে হবে।
তবে মোস্তাফিজের ক্ষেত্রে আইপিএল নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তিনি সরাসরি কোনো ক্লাবের সঙ্গে কথা না বলে আইপিএল দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন। সেক্ষেত্রে, মোস্তাফিজ ঢাকা প্রিমিয়ার লিগ না খেলে সরাসরি আইপিএলে যোগ দিতে পারেন।
ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন হয়েছে শনিবার বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামে। লিগ শুরুর আগে ১২ দলের অধিনায়ক ও মনোনীত ক্রিকেটাররা ট্রফি হাতে পোজ দিয়েছেন। তবে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের মতো তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি লিগের আকর্ষণে কিছুটা প্রভাব ফেলতে পারে।

About The Author

শেয়ার করুন