ঢাকায় মাছ গাড়ি অ্যাপস বিষয়ক অবহিতকরণ সভা

16

ঢাকায় মাছ গাড়ি অ্যাপস বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সভাপতিত্ব করেন। ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ফিস কর্তৃক বাস্তবায়নাধীন মাছ পরিবহনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক ‘মাছগাড়ি’ বিষয়ক এ সভার আয়োজন করা হয়।
সভায় অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েরঅতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, যুগ্ম সচিব হাফছা বেগম, উপ সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ: মাহবুবুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে আরো যুক্ত হন বিভিন্ন জেলার প্রায় ২৫ জন জেলা মৎস্য কর্মকর্তা। সভায় সচিব তাঁর বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মৎস্য খাতে মাছগাড়ি সংযোজন উল্লেযোগ্য ভূমিকা রাখবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি মাছচাষী, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখবে।
সভায় ‘মাছগাড়ি’ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে জানাযায় যে এই অ্যাপসের মাধ্যমে ইতোমধ্যেই ১৭৪৭ টি ট্রিপ এবং ৭৩২ মেট্রিক টন মাছ প্রকল্প এলাকা থেকে পরিবহন করা হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে, ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ডনিউট্রিশন অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ডফিস এর পক্ষে উপস্থিত ছিলেন ড.মনজুরুল করিম, চিফ অফ পার্টি এবং ড. মো. সামসুল কবির।
সভায় জানানো হয়, মৎস্য খামারীরা এই অ্যাপের মাধ্যমে মাছ গাড়ি নিয়ে তাদের উৎপাদিত মাছ দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যে সব চাষীদের স্মার্ট ফোন নেই তাদের কথা বিবেচনা করে এই পরিবহণ ব্যবস্থায় একটি কার্যকর কল সেন্টার এর ব্যবস্থা করা হয়েছে। চাষীরা প্রয়োজনে কল সেন্টারে কল করার মাধ্যমেও এই সেবা নিতে পারেন।