ঢাকায় আগামি ৩ নভেম্বর শুরু হচ্ছে এশিয়ার স্থপতিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন ‘আর্কএশিয়া ফোরাম’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আয়োজনে স্থপতিদের পাঁচ দিনব্যাপী এই মিলনমেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ’। এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, এশিয়ার ২১টি দেশের দুই শতাধিক প্রতিনিধি ছাড়াও প্রায় দেড় হাজার স্থপতি এ সম্মেলনে অংশ নেবেন। আর্কএশিয়া বা আর্কিটেক্ট রিজিওনাল কাউন্সিল এশিয়া হল এশিয়ার ২১টি দেশের স্থপতিদের শীর্ষ সংগঠন। প্রতিবছর সংগঠনের যে সম্মেলন হয়, এ বছর তা বাংলাদেশে হচ্ছে।
আয়োজনের উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এশিয়ার নামিদামি স্থপতিরা সম্মেলনে যোগ দেবেন, তাদের কাজ প্রদর্শন করবেন এবং আমাদের স্থপতিরাও নিজেদের কার্যক্রম দেখানোর পাশাপাশি তাদের কাজ দেখানোর সুযোগ পাবেন। সম্মেলনের মূল আয়োজন হবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর বাইরে মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল, জিন্দা পার্ক এবং সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরে সম্মেলনের বিভিন্ন আয়োজন থাকছে। সম্মেলনের আহ্বায়ক স্থপতি আবু সাইদ এম আহমেদ জানান, প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফোরাম আয়োজনের পাশাপাশি এবার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে আর্কএশিয়া।
৬ নভেম্বর হাতিরঝিলে সুবর্ণজয়ন্তীর আয়োজনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ আয়োজন ঘিরে ৩ থেকে ৫ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে নির্মাণ মেলার পাশাপাশি থাকবে আর্কএশিয়া ও আগা খান স্থাপত্য পুরস্কার প্রাপ্ত ডিজাইনের প্রদর্শনী এবং সোশাল রেসপনসিবিলিটি ও গ্রিন অ্যান্ড সাসটেইনেবল আর্কিটেকচার শীর্ষক প্রদর্শনী। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর মানিক মিয়া এভিনিউ এবং গুলশানের শহীদ তাজ উদ্দিন স্মৃতিপার্কে চলবে ’আর্কিটেকচার অব বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। অন্যদের মধ্যে স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি এহসান খান, সহ-সভাপতি স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব এবং কোষাধ্যক্ষ স্থপতি এম মাসুদ রশিদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।