দৈনিক গৌড় বাংলা

ঢাকাস্থ নাচোল সমিতির সভাপতিকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা (সিআইডি) আতাউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমিতির সদস্যরা এ সংবর্ধনার আয়োজন করেন।
রবিবার বিকেল ৪টায় নাচোল ড্রিম থ্রি ক্যাফেতে ও নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে এ সংবর্ধনা দেয়া হয়।
নাচোল সরকারি কলেজের সাবেক অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির কাযনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
পরে আতাউর রহমানকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

About The Author