শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৭, ২০২৪ by

ঢাকার ইফতার খেয়ে মুগ্ধ পরমব্রত-পিয়া

সমাজকর্মী স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে কিছুদিন আগে ঢাকা ঘুরে গেছেন পরমব্রত। তবে স্ত্রীর বন্ধুদের আমন্ত্রণেই এসেছেন বাংলাদেশ। রমজানে এসে দারুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারকা দম্পতি। রমজানে ঢাকার ইফতারের বাহারি সমাহার উপভোগ করেছেন তারা। তাইতো টেবিল ভরা ইফতারের ছবিও ফেসবুকে শেয়ার করেছেন পিয়া। যেখানে দেখা গেছে, ইফতারের আয়োজনে খাবারের টেবিলে সাজানো অসংখ্য আইটেম। চিকেন, মাটন থেকে শুরু করে নানা রকমের মিষ্টান্ন, ফল, শরবত সবকিছুই ছিল খাবারের টেবিলে।

ইফতারের সেই ছবি প্রকাশ করে বাংলাদেশি বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। একইসঙ্গে লিখেছেন, এমন এক ইফতার যেটা আর আগে কখনো করেননি। যদিও ইফতার পার্টিতে যোগদান করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। ধর্মের কারণেই অনেক নেটিজেনরা সমালোচনায় মেতেছেন পরমব্রত-পিয়ার। কিন্তু সেসবের কিছুই কানে তোলেননি এই জুটি। বরং বাংলাদেশে কাটানো সময়টুকুই উপভোগ করেছেন তারা। গত বছরের ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত-পিয়া। সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রতকে মন দেন পিয়া। তবে সম্প্রতি অনুপম রায়ও এক গায়িকা বিয়ে করেছেন।

About The Author

শেয়ার করুন