শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৩, ২০২৫ by

ঢাকায় দুই ব্লকবাস্টার সিনেমা ‘মিশন ইম্পসিবল’ ও ‘থান্ডারবোল্টস’

বিশ্ব সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, কারণ দুই মহাশক্তিশালী হলিউড ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি এবার একসঙ্গে ঢাকায় মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সে একযোগে পর্দায় উঠছে ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ এবং মার্ভেল স্টুডিওর ‘থান্ডারবোল্টস’। সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উত্তেজনা এখন তুঙ্গে। অগ্রিম টিকিট সংগ্রহে দর্শকদের ভিড়ও সে কথাই প্রমাণ করছে।
এই বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার। একদিকে রয়েছে অ্যাকশন-থ্রিলারের চূড়ান্ত রূপ ‘মিশন ইম্পসিবল’ সিরিজের অষ্টম ও সম্ভাব্য শেষ অধ্যায়, অন্যদিকে রয়েছে মার্ভেলের অ্যান্টিহিরো নির্ভর মনস্তাত্ত্বিক গল্পের ব্যতিক্রমী নির্মাণ ‘থান্ডারবোল্টস’।
তিন দশকেরও বেশি সময় ধরে সিনেমাপ্রেমীদের হৃদয় জয়ে এগিয়ে চলা ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি এটি। কান চলচ্চিত্র উৎসবে এর বিশেষ প্রদর্শনীতে পাঁচ মিনিটের করতালিতে মুখরিত ছিল হল। ছবিতে আবারও ইথান হান্টের চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে, যিনি জানিয়েছেন-এটি হতে পারে তার শেষ মিশন ইম্পসিবল সিনেমা।
২০২৩ সালের ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর সিক্যুেয়ল ‘ফাইনাল রেকনিং’-এর গল্প আবর্তিত হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) দুর্যোগ এবং তা রুখতে ইথান হান্টের দুঃসাহসিক মিশনের ওপর। ছবির বাজেট প্রায় ৩০০ মিলিয়ন ডলার। অ্যাকশন দৃশ্যে যেমন রয়েছে বিমান থেকে ঝুলে থাকা, তেমনি ডুবোজাহাজের গভীরে প্রাণপণ লড়াই। শ্বাসরুদ্ধকর এসব দৃশ্য ধারণের সময় শারীরিকভাবে অজ্ঞানও হয়ে পড়েছিলেন টম ক্রুজ, এমনটিই জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে।
ছবিতে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগ প্রমুখ।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) পঞ্চম ধাপের শেষ চলচ্চিত্র ‘থান্ডারবোল্টস’। এটি মূলত একটি অ্যান্টিহিরোদের নিয়ে গঠিত সুপারহিরো টিমের গল্প, যাদের প্রত্যেকেই কোনো না কোনো বিতর্কিত অতীত বয়ে বেড়াচ্ছে।
গত ২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৬২ মিলিয়ন ডলার আয় করেছে। শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম সপ্তাহান্তে আয় করেছে ৭৬ মিলিয়ন ডলার। সমালোচকরা এই সিনেমাকে বলছেন, “মার্ভেলের নতুন ও সাহসী দৃষ্টিভঙ্গির প্রকাশ।”
চিত্রনাট্য লিখেছেন এরিক পিয়ারসন ও জোয়ানা ক্যালোর, পরিচালনায় জ্যাক শ্রিয়ার। অভিনয় করেছেন ফ্লোরেন্স পু, সেবাস্টিয়ান স্ট্যান, ওয়াট রাসেল, ওলগা কুরিলেনকো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার, ওয়েন্ডেল পিয়ার্স, ডেভিড হারবার, হান্না জন-কামেন এবং জুলিয়া লুই-ড্রেফাস।
গল্পে দেখা যায়, ভ্যালেন্টিনা অ্যালেগ্রা দে ফন্টেইনের তৈরি একটি মারাত্মক ফাঁদে পড়ে যায় ছয়জন অ্যান্টিহিরো-ইয়েলেনা বেলোভা, বাকি বার্নস, রেড গার্ডিয়ান, ঘোস্ট, টাস্কমাস্টার ও জন ওয়াকার। তারা বাধ্য হয় একসঙ্গে কাজ করতে, যেখানে নিজ নিজ অতীতের অন্ধকার সত্যের মুখোমুখি হতে হয়।
সিনেমাটি মার্ভেল স্টুডিওর এক নতুন পরীক্ষামূলক প্রয়াস, যেখানে শুধুই অ্যাকশন নয়, বরং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক গভীরতা তুলে ধরা হয়েছে।

About The Author

শেয়ার করুন