বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১, ২০২৪ by

ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার অনূর্ধ্ব-১৫ বালকদের ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে দিনব্যাপী এই বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য সায়েম আলী।
বাছাই প্রতিযোগিতায় ৫ টি উপজেলার ১৩০ জন খেলোয়াড়ের মধ্যে ৩০ জন বাছাইয়ে উত্তীর্ণ হন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলি, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন