সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৯, ২০২৪ by

ডেভিল ওয়্যার্স প্রাদা’র সিক্যুয়েল নিয়ে আসছেন এমিলি ব্লান্ট


জনপ্রিয় ফ্যাশন কমেডি-ড্রামা চলচ্চিত্র ‘ডেভিল ওয়্যার্স প্রাদা’। এটি ২০০৬ সালে মুক্তি পায়। এই ছবিটি ফ্যাশন জগতের গল্প এবং এক প্রাপ্তবয়স্ক নারীর ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নির্মিত। এর মূল কাহিনি এক নারীর জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরে। ছবিতে দেখা যায় অ্যান্ড্রিয়া স্যাক্স চরিত্রে অ্যান হ্যাথওয়ে মডার্ন মিউজ জার্নালের ফ্যাশন সামগ্রীতে ইন্টার্ন হিসাবে কাজ শুরু করেন। সেখানে তিনি একজন কঠোর, ক্ষমতাধর সম্পাদক, মিরান্দা প্রিস্টলি চরিত্রের মেরিল স্ট্রিপের অধীনে কাজ করেন। এমিলি চরিত্রে অভিনয় করা এমিলি ব্লান্টকে দেখা যায় মিরান্ডা প্রিস্টলির সহকারী হিসেবে। এমিলি চরিত্রটি অ্যান্ড্রিয়া স্যাক্সেরও সহকর্মী। সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে বেশ অনেকবারই আলোচনা হয়েছে। ২০১৮ সালে জানা যায় ছবিটির সিক্যুয়েলে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী এমিলি ব্লান্ট। তবে অনেকটা সময় পেরিয়ে গেলেও সেই কাজ তিনি শুরু করতে পারেননি। সম্প্রতি আবারও এই তারকা সিক্যুয়েলটি নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিক্যুয়েলের জন্য নানা আলোচনা চলছে। আমরা আবার একসঙ্গে কাজ করতে পেরে খুশি হবো। এমিলি আরও জানান, তিনি এবং তার সহশিল্পীরা, বিশেষ করে মেরিল স্ট্রীপ এবং স্ট্যানলি টুচি, সবাই এই সিনেমার সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বসিত হবেন। প্রতিবেদনে বলা হয়েছে, ডিজনি সিনেমাটির সিক্যুয়েল তৈরির চেষ্টা করছে। এর মূল লেখক অ্যালাইন ব্রশ ম্যাকেনা, প্রযোজক ওয়েন্ডি ফিনারম্যান এবং পরিচালক ডেভিড ফ্রাঙ্কেল সিক্যুয়েলটি দিয়ে আবারও একসঙ্গে ফিরে আসবেন। প্রধান অভিনেতা স্ট্যানলি টুচিও সিক্যুয়েলে পুনরায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

About The Author

শেয়ার করুন