ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান

7

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সোমবার বেলা ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট শিশুপার্ক ও তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে পরিছন্নতা ও এডিস মশা নিধন অভিযানে নেমে জেলা প্রশাসক এ আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এ অভিযানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ সালাহউদ্দিন, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়াসহ পৌর কাউন্সিলর ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে ও কালেক্টরেট শিশুপার্কে ঝোপঝাড় পরিষ্কার, জলাবদ্ধ জায়গা ও ড্রেনে মশক নিধনে স্প্রে করে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।