Last Updated on জুলাই ৬, ২০২৫ by
ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারপত্র বিলি করলেন স্কাউট সদস্যরা
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা চালিয়েছেন স্কাউট সদস্যরা। রবিবার সকালে জেলা স্কাউটস ভবনের সামনে থেকে স্কাউট সদস্যরা দলবদ্ধভাবে বের হয়ে জেলা শহরের বিভিন্ন এলাকায় জন-সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তারা পথচারীদের ডেঙ্গু বিস্তারের কারণ ও তা প্রতিরোধে করণীয় সম্পকে সচতনামূলক বার্তা পৌঁছে দেন। কর্মসূচিতে স্কাউট সদস্যদের সঙ্গে ছিলেন, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, স্কাউট লিডার শামীম আহমেদসহ অন্যরা।
বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।