Last Updated on সেপ্টেম্বর ১৭, ২০২৪ by
ডেঙ্গুতে একদিনে চাঁপাইনবাবগঞ্জে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হতে শুরু করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। তাদের মধ্যে মঙ্গলবার আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪ জন। অন্যদিকে মঙ্গলবার ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার আক্রান্ত হয়েছে ২ জন এবং আগের ভর্তি হওয়া ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৩ জন রোগী। তিনি বলেন- কয়েকদিন থেকে গড়ে ২-৩ জন রোগী ভর্তি থাকছেন।
এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, এই মুহূর্তে শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও শুধু ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।
গত কয়েকদিনের টানা বর্ষণে খাল, ডোবায় পানি জমেছে। জমে থাকা পানিতে জন্ম নিতে পারে এডিস মশার লার্ভা। ডেঙ্গুর পাশাপাশি সাধারণ মশার উপদ্রবও বৃদ্ধি পেয়েছে। ফ্যানের বাতাসের মধ্যেও মশার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিদ্যুৎ যখন থাকে না তখন কয়েল না জ¦ালিয়ে বসে থাকায় দায় হচ্ছে। এমন অবস্থায় ডেঙ্গু রোগ দেখা দেয়ায় জনসাধারণেকে সচেতন করতে হবে বলে অনেকেই মনে করছেন।