চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নির্ধারিত সময়ে আসরটি মাঠে গাড়াচ্ছে না, তা নিশ্চিত। তবে এই টুর্নামেন্ট আয়োজনে সুযোগ হাতছাড়া করতে চায়না বিসিবি। দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি ডিসেম্বর-জানুয়ারিতে হলেও আয়োজন করতে চায় তারা। এ ব্যাপারে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস লেন, ‘বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো শেষ হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের একটি স্লট আছে। ওই সময় আমাদের চেষ্টা থাকবে বিপিএল আয়োজনের।’ বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, ‘বিপিএল আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও আসরে অনেক বিদেশি খেলোয়াড় ও স্টাফ অংশ নিয়ে থাকেন। এমন বিদেশিরা আমাদের দেশে আসবে কি না, তা নিয়ে কিছুটা সন্দেহ আছে।’ করোনার কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই টুর্নামেন্ট আয়োজনে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুত কি না এমন এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘টুর্নামেন্টের জন্য প্রস্তুত কি না, তা আমরা জানি না।
সত্যিকার অর্থে বিপিএল নিয়ে আমরা এখনো কথাবার্তা শুরু করিনি। আশা করছি সেপ্টেম্বরে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদের দেশের করোনা পরিস্থিতিরি ওপর নজর রাখতে হবে, অপেক্ষা করতে হবে।’ এদিকে করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া সিরিজগুলো খেলার অপেক্ষায় আছে বিসিবি। এই মহামারির কারণে বাংলাদেশের কমপক্ষে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ স্থগিত হয়। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা নিয়েছে বিসিবি। অক্টোবর-নভেম্বরে সিরিজটি আয়োজনের কথা ভাবছে তারা। বাংলাদেশ দলের স্থগিত হওয়া সিরিজগুলোর মধ্যে এটিই একমাত্র সিরিজ, যা নিয়ে এখন আলোচনা হচ্ছে। অবশ্য স্থগিত হওয়া অন্য সিরিজগুলোর ভাগ্য এখনো অনিশ্চিত।