Last Updated on জুলাই ১৪, ২০২৪ by
ডিলিট হওয়া ফোন নম্বর ফিরে পাবেন যেভাবে
স্মার্টফোন এখন নিত্যদিনের সঙ্গী। বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি বিনোদন মাধ্যমেও পরিণত হয়েছে এটি। অনেক সময় কাজের চাপে নম্বর মুছে যায় বা ডিলিট হয়ে যায়। ফলে প্রয়োজনীয় সময়ে নম্বর খুঁজে পাওয়া যায় না। তবে বর্তমানে অ্যান্ড্রয়েট স্মার্টফোনগুলোতে সহজেই ডিলিট হয়ে যাওয়া নম্বর খুঁজে পাওয়া সম্ভব। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েট অথরিটি এর প্রতিবেদন থেকে এই পদ্ধতি সম্পর্কে জানা গেছে। চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাওয়া নম্বর খুঁজে পাবেন
– প্রথমে স্মার্টফোন থেকে গুগলে কন্টাক্টস অ্যাপে প্রবেশ করতে হবে।
– এরপর অ্যাপের নিচের দিকে থাকা ‘অর্গানাইজ’ ট্যাবে ক্লিক করে ‘বিন’ অপশন নির্বাচন করতে হবে।
– এরপরপরের স্লাইডে যেসব ফোন নম্বর মুছে ফেলা হয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে।
– এবার মুছে ফেলা যে ফোন নম্বরটি উদ্ধার করতে হবে, সেই নম্বরে ট্যাপ করে ওপরে থাকা ‘রিকভার’ অপশনে ক্লিক করতে হবে।
গুগল কন্টাক্টস অ্যাপে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা ফোন নম্বর বিনে সংরক্ষণ করা থাকে। তাই ৩০ দিনের বেশি সময় আগে মুছে ফেলা ফোন নম্বর উদ্ধার করা যায় না। প্রতিবেদনে উল্লেখ করা হয়ে, এই পদ্ধতিতে যদি স্মার্টফোন থেকে নম্বর ফিরে পাওয়া না যায় তাহলে আরেকটি পদক্ষেপ নিতে পারবেন অ্যান্ড্রয়েট ব্যবহারকারীরা। যদি স্মার্টফোনে গুগল ওয়ান ব্যাকাপ চালু থাকে তাহলে আগের ব্যাকআপ থেকে নম্বর পূনরায় ফিরে পাওয়া সম্ভব।