মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১৪, ২০২৪ by

ডিমের হালি ৫২ টাকা

 

চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে মসলা ও ডিমের দাম। অন্যান্য পণ্য গত কয়েক সপ্তাহের মতনই রয়েছে। শুক্রবার জেলা শহরের নিউ মার্কেট কাঁচা বাজার ঘুরে এমনটাই জানা গেছে।
মুদি দোকনদার আব্দুর রহমান বাবু জানান, ডিমের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে প্রতিহালি ৫২ টাকায়। এছাড়া বেশ কদিন আগে থেকেই দাম বেড়ে আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০-৩৫০ টাকা, পেঁয়াজ ৮০-৮৫ টাকা, রসুন ২৬০ টাকা।
অন্যদিকে নতুন মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা, লাল স্বর্ণা ৫২ টাকা, জিরাসাইল ৬০-৬৫ টাকা, ২৮ চাল ৫৫-৬০টাকা, আতপ চাল ১২৫ টাকা থেকে ১৩০ টাকা, মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১২০-১২৫ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ৯০-১০০ টাকা, মটর ডাল ডাল ১২০-১২৫ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৬-৫০ টাকা, বোতল জাত সয়াবিন ১৬৭ টাকা, খোলা সয়াবিন ১৬২ টাকা,চিনি ১২৫ টাকা-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, বেগুন ৬০ টাকা, শসা ১০০ টাকা, পটল ২৫-৩০ টাকা, কাঁচা কলা ৪৫-৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, করলা ৫০ টাকা, সজিনা ৯০-১০০ টাকা, বরবটি ১০০ টাকা, কচু ১০০ টাকা, আলু ৫২-৫৫ টাকা, কাঁচা মরিচ ২৪০ টাকা, ঢ্যাড়স ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ও কুমড়া প্রতিপিস ৪০ টাকা।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, দেশী মুরগি ৫৩০-৫৪০ টাকা, ব্রয়লার ১৬০-১৭০ টাকা, লাল লিয়ার ৩৩০-৩৪০ টাকা, প্যারেন্স ৩১০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতা সেলিম জানান গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা প্রতিকেজি।

About The Author

শেয়ার করুন