Last Updated on মে ২৩, ২০২৪ by
ডিবির পৃথক অভিযানে ফেনসিডিল উদ্ধার ৩ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এসআই আসগর আলী জানান, আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ডিবির একটি দল শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রামে অভিযান চালায়। অভিযানে ৬৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তেররশিয়া মধ্যপাড়ার মো. ইরফান আলীর ছেলে মো. মিনাজুল ইসলাম (৩০) ও তেলকুপি খাবারটোলার মো. বজলুর ছেলে মো. কাশেদ আলী (৩১)।
এসআই আসগর আরো জানান, অন্যদিকে বুধবার রাত ১০টার দিকে ডিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কাঁঠালিয়াপাড়ায় অভিযান চালায়। এই অভিযানে একটি চার্জারভ্যানে তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল ইসলাম (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশরাফুল শিবগঞ্জ উপজেলার নামোটিকরি গ্রামের মো. জাফর আলীর ছেলে।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।