শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১, ২০২৪ by

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের কর্মবিরতি পালন

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।
বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেনÑ জেলা প্রশাসনে কর্মরত সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও নাচোল উপজেলা এলজিইডি অফিসে কর্মরত সার্ভেয়ার আব্দুল হাকিম।
বক্তারা বৈষম্য দূর করে সকল সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে ঊন্নীত করার জোর দাবি জানান।
কর্মসূচিতে নাচোল উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. রাজিব, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম সাকলায়েন, গণপূর্ত অফিসের সার্ভেয়ার নাজমুল হোসেন, এলজিইডি গোমস্তাপুর উপজেলার সার্ভেয়ার শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা এলজিইডির সার্ভেয়ার শামীম রেজা, শিবগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন