দৈনিক গৌড় বাংলা

ডিপফেকের কবলে আলিয়া

ফের ডিপফেকের কবলে পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি আলিয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে লাল রঙের শাড়ি পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তাঁর বক্ষ বিভাজিকা। তবে জানা গিয়েছে, অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের উপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ব্যবহার করা হয়েছে। প্রথমে রশ্মিকা মান্দানা, তার পর কাজল। আর এবার তো ডিপফেক ভিডিওর শিকার হলেন আলিয়া ভাট।

রশ্মিকা প্রথম থেকেই এই ধরনের প্রযুক্তির বিরুদ্ধে গর্জে উঠেছেন। এমনকী, নিজের ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর স্পষ্টই জানিয়ে ছিলেন তাঁর বিরক্তি ও হতাশার কথা। রশ্মিকাকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা। সোশাল মিডিয়ায় আচমকাই ভাইরাল সামান্থার তোয়ালে পরা একটি ছবি। যা দেখে রীতিমতো হতবাক অনুরাগীরা। প্রথমে নেটিজেনদের একাংশ মনে করছিলেন, হয়তো ভাইরাল হওয়া ছবি সত্যিই সামান্থার। তবে পরে, টের পাওয়া যায়, রশ্মিকা, আলিয়া, প্রিয়াঙ্কাদের মতো সামান্থাও পড়েছেন ডিপফেকের কবলে। জানা গিয়েছে ইতিমধ্য়েই এই ডিপফেক কা- নিয়ে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। আর এই উদ্য়োগ নেওয়া হয়েছে সামান্থার এক ফ্যানক্লাবের তরফ থেকেই। তবে আলিয়ার এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

 

About The Author