ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত কাল সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো, মাহমুদুল হাসান। ই-সেবা সর্ম্পকিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান। মুক্ত আলোচনায় অংশ নেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মো. তসলিম উদ্দিন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল বারী প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান জানান, আগামীতে ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নামজারী পদ্ধতিটি ই-সেবার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে দক্ষ জনবল সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন-মোবাইল ফোন বা কম্পিউটারে কিশোর-কিশোরীদের ইন্টারনেট ব্যবহার বন্ধ করা যাবে না, তাই তারা যাতে সৃষ্টিশীল কাজে মনোনীবেশ করতে পারে সে জন্য ১০০ জন কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা কিশোর বাতায়নে তাদের উদ্ভাবিত বিভিন্ন বিষয় তুলে ধরতে পারবে। আমার বিশ্বাস এর পর কিশোর-কিশোরীরা তাদের মেধা বিকাশে মনোযোগী হবে। এ সময় জেলা প্রশাসক তথ্য অধিকার আইন মেনে বিভিন্ন দপ্তরের তথ্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ করতে পারেন বলে ব্রিফিংয়ে অংশ নেওয়া সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন-প্রয়োজনীয় জনবল, ইন্টারনেট কানেকশন, কিছু ইউনিয়ন পরিষদের সেবা প্রদানযোগ্য ডিজিটাল সেন্টার (ঘর) অপ্রতুল হওয়ায় ই-সেবা প্রদানে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায় নি। তবুও বিরাট সাফল্য আছে, জেলায় অফটিক্যাল ফাইবারের কাজ শেষ হলে আরও বেশী বেশী ই-সেবা পাবে মানুষ, হয়রাণী কমেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
মুক্ত আলোচনার পূর্বে ই-নথি, তথ্য বাতায়ন, ডিজিটাল সেন্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম, নেটওয়ার্ক উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাস রুম, ই-মোবাইল কোর্ট, ভিডিও কনফারেন্সিং, ই-জিপি সিস্টেম, সরকারের বিভিন্ন ই-সেবা সর্ম্পকিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।