রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিএমসি সীমান্ত এলাকায় ১ কেজি ভারতীয় হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) ডিএমসি বিওপির একটি টহলদল এইসব মাদক মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টহলদলটি সীমান্ত পিলার ৪১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।