মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পৃথক তিনটি অভিযানে ২৭ কেজি গাঁজা, ২৪ বোতল ফেনসিডিল ও ৩২ পুরিয়া হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংস্থাটির জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার শুক্রবার জানান, জানান, বৃহস্পতিবার জেলাশহরের শান্তিমোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি কুরিয়ার সার্ভিসে ২৭ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ জেলার শিবগঞ্জ উপজেলার নামোটোলা গ্রামের আয়নাল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও নাচোল উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল আলিম (১৯)। তারা হবিগঞ্জ জেলা থেকে পচা চায়ের ভেতরে করে বিশেষ কায়দায় গাঁজাগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ৯০ কেজি নষ্ট চা-পাতা জব্দ করা হয়।
অন্যদিকে একই দিন জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মাইমুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩১)কে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে কানসাট বাগানবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৩২ পুরিয়া হেরোইনসহ শিল্পী খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে সদর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।