ডিআইজি হলেন শিবগঞ্জের কৃতী সন্তান সৈয়দ নুরুল ইসলাম

49

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ-১ শাখায় ৩২ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃতী সন্তান সৈয়দ নুরুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১১ মে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০তম বিসিএস (পুলিশ ক্যাডার) ব্যাচের সৈয়দ নুরুল ইসলাম ২০০১ সালে এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সহকারী কমিশনার, রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ঢাকার বিশেষ পুলিশ সুপার (এসবি)সহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ সুপার পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ময়মনসিংহ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। সাহসিকতার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন সৈয়দ নুরুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল ইসলাম ১৯৭১ সালের ১ মার্চ শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ কসিমুদ্দীন মিয়া ও মাতা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি পিতা-মাতার চতুর্থ সন্তান। তার বড়ভাই সৈয়দ নজরুল ইসলাম নির্বাচিত শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং ছোটভাই সৈয়দ মনিরুল ইসলাম নির্বাচিত শিবগঞ্জ পৌর মেয়র।
তার পদোন্নতিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ নুরুল ইসলামকে।