বিএনপি-জামায়াতের চলমান অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানীর নেতৃত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় শান্তিমোড় থেকে মিছিলটি বের হয়ে বাতেন খাঁ মোড়, নিমতলা ঘুরে জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাজি সামশুদ্দিন বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে আর বিএনপি স্বাধীনতাবিরোধীদের নিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুমসহ অন্যরা।