ডা. রাব্বানীর গণসংযোগ এবার ১১ নম্বর ওয়ার্ডে

11

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী। গণসংযোগকালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চায়ছেন।

বুধবার সকাল ৯টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছে সরকারের সার্বিক উন্নয়নচিত্র সংবলিত লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।