ডা. কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ডা. গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ- চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- কর্মসূচির আয়োজক ডা. ময়েজ উদ্দীন, ২৫০ বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ডা. মহিউদ্দীন আহমদ, ডা. ইসমাইল হোসেন, ডা. ইস্রাফিল, ডা. রেজাউল করিম, ডা. নাসির উদ্দীন, ডা. মাহফুজ রায়হান, ডা. আব্দুস সামাদ, ডা. আল মামুন, ডা. মোসফিকুর রহমান, ডা. নূর বক্স পারভেজসহ অন্য চিকিৎসকবৃন্দ।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ, সেবা, বিজয় ও সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জেলা ফারিয়া ও ফার্মেসি মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতের অন্ধকারে রাজশাহীতে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক বছর হতে চললেও খুনিদের আইনের আওতায় আনা হয়নি। এমন পরিস্থিতিতে আমরা সুষ্ঠু তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দ্রুত খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’