Last Updated on মে ২৩, ২০২৫ by
ডা. আয়াজ পেলেন আজীবন সম্মাননা
বাংলাদেশের প্রথিতযশা স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতীসন্তান, পিজি হাসপাতালের প্রাক্তন পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অন্যতম স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অনারারী চীফ কনসালটেন্ট ডা. আয়াজ উদ্দিন আয়াজকে আজীবন সম্মাননা ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. আয়াজ উদ্দিন আয়াজ এর সুদীর্ঘ ৬০ বছরের বেশী চক্ষু বিষয়ক সেবা ও পরামর্শ প্রদানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী শফিকুল আলম ভোতা, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. ইমরান জাভেদ, অ্যাডভোকেট সৈয়দ তৌহিদুজ্জামান, অ্যাডভোকেট খালিদ হোসেন, মিজানুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম ও সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
পরবর্তীতে ডা. আয়াজ উদ্দিন আয়াজকে বিভিন্ন উপহার সামগ্রীসহ আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।