বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৩, ২০২৫ by

ডা. আয়াজ পেলেন আজীবন সম্মাননা

বাংলাদেশের প্রথিতযশা স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতীসন্তান, পিজি হাসপাতালের প্রাক্তন পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অন্যতম স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অনারারী চীফ কনসালটেন্ট ডা. আয়াজ উদ্দিন আয়াজকে আজীবন সম্মাননা ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. আয়াজ উদ্দিন আয়াজ এর সুদীর্ঘ ৬০ বছরের বেশী চক্ষু বিষয়ক সেবা ও পরামর্শ প্রদানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী শফিকুল আলম ভোতা, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. ইমরান জাভেদ, অ্যাডভোকেট সৈয়দ তৌহিদুজ্জামান, অ্যাডভোকেট খালিদ হোসেন, মিজানুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম ও সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
পরবর্তীতে ডা. আয়াজ উদ্দিন আয়াজকে বিভিন্ন উপহার সামগ্রীসহ আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।

About The Author

শেয়ার করুন