Last Updated on মে ২১, ২০২৫ by
ডা. আয়াজকে আজীবন সম্মাননা দিচ্ছে চক্ষু হাসপাতাল
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বাংলাদেশের প্রথিতযশা স্বর্ণপদকপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আয়াজ উদ্দিন আয়াজকে আজীবন সম্মাননা ও গুণীজন সংবর্ধনা দেয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ডা. আয়াজ উদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। অনুষ্ঠান পরিচালনা করবেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।
সমিতির চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন বলেন— ডা. আয়াজ উদ্দিন একজন প্রথিতযশা চিকিৎসক। তিনি চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং অনারারি কনসালটেন্ট। তিনি বলেন, ডা. আয়াজ বি.এন.এস.বি. চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রবীণ হিতৈষী সংঘের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন।