চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়নি। শনিবার বিকেলে ৩টা পর্যন্ত নতুন করে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে আসন সংখ্যা কম হওয়ায় রোগীদের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছিল। এহেন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ শয্যার নতুন ভবনে ডেঙ্গু কর্নারকে ডায়রিয়া কর্নার ঘোষণা করে সেখানেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাদিম সরকার জানান, গত শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১১৪ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। গত শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত নতুন করে ৭৯ জন রোগী ভর্তি হয়। সবমিলিয়ে সদর হাসপাতালে রোগী ভর্তির সংখা ১৯৩ জন। তবে তাদের মধ্যে ছাড়পত্র নিয়ে ৯৮ জন বাড়ি ফিরে গেছে। ফলে রোগী ভর্তি রয়েছে ৯৫ জন। জেলা প্রশাসনের ৫০০ এবং পৌর মেয়র ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দেয়া ১০০ করে কলেরা সালাইন পাওয়ায় আপাতত সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান।
এদিকে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আজ শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি, ৪১ জন পৌর এলাকার এবং ২৫ জন পৌর এলাকার বাইরের ডায়রিয়া রোগী ভর্তি হয়। পৌরসভার ৪, ৫, ৬, ৭ এবং ৮ নম্বর ওর্য়াডের দ্বারিয়াপুর, হরিপুর, নামোনিমগাছী ও উপর রাজারামপুর এলাকার রোগীই বেশি।
পৌরসভার সাপ্লাই পাইপলাইনে আক্রান্ত এলাকার ৩টি স্থানে লিক পাওয়া গেছে। সেখানে তিনটি টিম এখনো কাজ করে যাচ্ছে। এছাড়া হস্তচালিত নলকূপ অথবা সাপ্লাইয়ের পানি ফুটিয়ে এবং বিøচিং পাওডার ছিটিয়ে পান করার জন্য পৌরবাসীকে সচেতন হওয়ার আহŸান জানিয়ে মাইকযোগে প্রচার কাজ অব্যাহত আছে।